॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি সরকারি কলেজ শাখা কমিটি অনুমোদনের পর থেকে আহ্বায়ক মো. আল আমিন ও সদস্য সচিব অলি আহাদের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে কলেজ ছাত্রদল।
আহ্বায়ক কমিটি অনুমোদনের পর সোমবার কমিটির আহ্বায়ক মো. আল আমিন ও সদস্য সচিব অলি আহাদের নেতৃত্বে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মঈন উদ্দীন’র সাথে সাক্ষাৎ করেছে ছাত্রদলের নেতৃবৃন্দ। এতে কমিটির যুগ্ম-আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলো ।
এসময় অধ্যক্ষ’র সাথে ক্যাম্পাসে সহ অবস্থান ও রাজনৈতিক কর্মকান্ডের স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। অধ্যক্ষ সকল বিষয়ে উনি সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেছেন।
এদিকে আহ্বায়ক মো. আল আমিনের নেতৃত্বে রবিবার থেকে ভর্তি কার্যক্রমে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার সাধারন শিক্ষার্থীদের ফরম পূরনে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছে ছাত্রদলের নেতৃবৃন্দ।