পর্যটকদের সচেতনতায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ

331

॥ ইকবাল হোসেন ॥
ভিবিডি (ভলান্টিয়ার ফর বাংলাদেশ) রাঙামাটি জেলার আয়োজনে শহরের পলওয়েল ন্যাচার পার্কের সামনে সংগঠনটি অর্ধশত ভলান্টিয়ার নিয়ে “এনহেন্স আওয়ার সিটিস বিউটি” নামক একটি প্রজেক্ট পরিচালনা করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে পার্কে আগত পর্যটক এবং স্থানীয়দের সচেতন করার লক্ষ্যে পরিবেশ রক্ষা বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক পোস্টার নিয়ে পার্কের প্রবেশমুখে অবস্থান করে। এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে চলমান করোনা পরিস্থিতিতে জনসচেতনতার লক্ষ্যে পর্যটক ও পথচারীদের মাঝে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়।

এসময় প্রজেক্ট “এনহেন্স আওয়ার সিটিস বিউটি” এর লিডার সুহার্তো চাকমা ও কো-লিডার- মেহেরাজ উদ্দীন (শান্ত) এবং রিঝুম দেওয়ান জানান, আমরা সকলে মিলে এ ধরণের কর্মসূচী শুধুমাত্র জনসাধারণের জন্য আয়োজন করেছি। যাতে আমরা সকলেই সুস্থ ভাবে জীবন যাপন করতে পারি। করোনাকালে সবার সতর্ক থাকা দরকার, বর্তমান সময়ে সরকার অঘোষিত লকডাউন শিথিল করার পর অনেকেই করোনা সংক্রান্ত বিধিনিষেধ অনেকেই মানছেন না।

তাই করোনাকালে সবার প্রয়োজন সচেতন হওয়া। কারণ ভাইরাসের প্রাদুর্ভাব এখনো সারা বিশ্বের পাশাপাশি আমাদের দেশ থেকে পুরোপুরিভাবে বিলীন হয়ে যায়নি, ফলে আমাদের যতটা সম্ভব করোনা ভাইরাস সংক্রান্ত দিক-নির্দেশনা এই মরনঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সকল প্রকারের নির্দেশনা গুলো বর্তমানেও মেনে চলা উচিৎ। তারা আরো বলেন, যতদিন পর্যন্ত আমাদের দেশ করোনা মুক্ত না হয় ঠিক ততদিন পর্যন্ত “নিজে সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন”।

পরিশেষে ভিবিডি দিনাজপুর জেলার নিশাত, রাফিদ ও দীপ্ত-র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করাসহ “এনহেন্স আওয়ার সিটিস বিউটি” নামক ভিবিড রাঙামাটির এই প্রজেক্টটি তাদেরকে উৎসর্গ করা হয়।