জুরাছড়িতে প্রধানমন্ত্রীর ৭৪ তম জম্মদিন উদযাপন

367

॥ স্মৃতিবিন্দু চাকমা ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জম্মদিন পালন করেছেন জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন। সোমবার জেলা পরিষদ বিশ্রামগাগের হলরুমে দিবসাটি উদযাপনে আলোচনা সভায় সভাপতি প্রবর্তক চাকমা বলেন, এই দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু’র নেতৃত্বে ,স্বাধীনতার বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও আওয়ামিলীগকে নিচিহ্ন করতে পারেনি।

বঙ্গবন্ধুর মানস কন্যা শেখ হাসিনার দীর্ঘ মেয়াদি পরিকল্পনার মাধ্যেমে দেশ আজ উন্নয়নের রোল মডেল পরিণত হতে চলেছে। আওয়ামিলীগ যখন ক্ষমতায় থাকে জনগনের কল্যানে কাজ করে। বিএনপি যতবার ক্ষমতায় ছিল দেশের জন্য কিছুই করতে পারেনি এমন মন্তব্য করে।

ছাত্রলীগ সভাপতি জ্ঞানমিত্র চাকমা অনুষ্ঠান সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলাপরিষদ সদস্য ও উপজেলা আওয়ামিলীগের সাধরণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা আওয়ামিলীগ সদস্য চারুবিকাশ চাকমা প্রমূখ।

জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন,আওয়ামিলীগকে ভালোবাসতে হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার উন্নয়নের বার্তা প্রত্যেক গ্রাম মহল্লায় সাধরণ জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহব্বান করে। আলোচনা সভা শেষে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে শেখ হাসিনার ৭৪ তম জম্ম দিবস উপলক্ষে একটি বৃক্ষ রোপন করা হয়।