॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
সারাদেশের ন্যায় জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো আজ ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে। আজ রবিবার জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা শিশুদের ক্যাপসুল খাওয়ানো মধ্যে দিয়ে শুভ উদ্ধোধন করে।
ডাঃ অনন্যা চাকমা জানান,৯৭ টি কেন্দ্রে ২৯০০ জন শিশু এসব ক্যাপসুল খাওয়ানো হবে। এতে জুরাছড়ি উপজেলার ৪টি ইউনিয়নে ১৯২ জন কর্মী ভিটামি এ ক্যাপসুল খাওয়ানোর জন্য নিয়োজিত রয়েছেন বলে জানান।
এছাড়াও ভিটামিন এ ক্যাপসুল আগামী ১৭ ই অক্টোবর ২০২০ পর্যন্ত শিশুদের খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১ রাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য জুরাছড়ি উপজেলা জনগণের প্রতি আহব্বান জানান, ডাঃ অনন্যা চাকমা।