ধর্ষকদের শাস্তির দাবিতে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ

366

॥ স্টাফ রিপোর্টার ॥
নোয়াখালীতে গৃহবধূসহ দেশব্যাপী অব্যাহত নারী ধর্ষণ ও নারী নিপীড়নে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে ইশা ছাত্র আন্দোলন রাঙামাটি জেলা শাখা। সোমবার বিকালে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙামাটি জেলা শাখার আয়োজনে ফিসারীঘাট জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ ওমর ফারুক বলেন, দেশে বিচারহীনতার কারণে ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় বারবার বিচার থেকে রেহাই পেয়ে যায় ধর্ষক নারী নির্যাতনকারী এবং সন্ত্রাসীরা। যে কারণে ধর্ষণ এবং বর্বোরোচিত নারী নির্যাতন দেশে এখন মেগাসিরিয়ালে রূপ নিয়েছে।

অন্যান্য বক্তারা বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা না থাকায় বারবার ধর্ষণ এবং লোমহর্ষক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অতএব ধর্ষণ নারী নির্যাতন সহ সকল সন্ত্রাসী কর্মকান্ড স্থায়ীভাবে বন্ধ করতে হলে রাষ্ট্রের সকল পর্যায়ে ইসলামী অনুশাসন মেনে চলার বিকল্প নেই।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি মুহাম্মদ ইসমাইল হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি মুহাম্মদ নাসির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা সহ সভাপতি মুহাম্মদ ইমাম হোসাইন কুতুবী,সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসাইন মল্লিক সহ অন্যন্য নেতৃবৃন্দ।