॥ মাহাদী বিন সুলতান ॥
বাংলাদেশ সেনাবাহিনীর ৩০৫ বিগ্রেড এর ৭ ইষ্ট বেঙ্গল কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে নবাগত কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম সালাহ উদ্দিন আজাদ (পিএসসি)কে বরণ ও সাবেক কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাইয়ুৃম হোসেন পিএসসি এর বিদায় এবং স্থানীয় কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০টায় নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও পরিচিতি পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন লেফটেন্যান্ট কর্নেল কাইয়ুম হোসেন পিএসসি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ত্রিদিব কান্তি দাস, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর থানা পুলিশের ওসি (তদন্ত) মাসুদ খান প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর সেনা জোন কর্তৃক চলমান করোনা পরিস্থিতিতে এবং সচারচর সাধারণ জনগণকে যেভাবে সাহায্য সহযোগীতা করা হয় নবাগত কমান্ডার এ ধারা অব্যাহত রাখবেন বলে আমরা আশাবাদি।
এ সময় বক্তারা সাবেক জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাইয়ুৃম হোসেন পিএসসি এর নানা উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন। এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদিপ কান্তি দাস বলেন, নানিয়ারচরের উন্নয়ন ও নানিয়ারচর সেতু বিনির্মাণে কাইয়ুৃম হোসেন পিএসসি’র ভূমিকা ছিলো অপরিসীম।
এ সময় নবাগত জোন কমান্ডার বলেন, বিগত সময়ে আপনারা সাবেক জোন কমান্ডারের সহায়তা যেভাবে পেয়েছেন এখনও আপনারা সেভাবেই সহযোগীতা পাবেন।