সুবিধাবঞ্চিত শিশুদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ

354

॥ গোলাম মোস্তফা ॥
করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের ফলে গত ১৭ই মার্চ হতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। আর এ পরিস্থিতিতে সুবিধাবঞ্চিত শিশুরা ঘরে বসে যাতে তাদের পড়ালেখা চালিয়ে যেতে পারে তাই ইয়ুথ অর্গনাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট এ্যান্ড হেল্প (ইয়ুথ) তাদের তালিকাভুক্ত ৬৫জন সুবিধাবঞ্চিত শিশুদের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষা উপকরণ পৌঁছে দিচ্ছে।

এবিষয়ে ইয়ুথ’র পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা “হাত খরচের টাকা বাঁচিয়ে, সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণ করি” স্লোগানটি নিয়ে ২০১৬ সালের ২৯শে জানুয়ারি ২১ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে পথচলা শুরু করি। প্রতি মাসেই হাত খরচের টাকা বাঁচিয়ে আমরা প্রতি মাসেই তালিকাভুক্ত শিশুদের শিক্ষা উপকরণ দিয়ে থাকি। এছাড়াও শিশুদের শিক্ষা ক্ষেত্রে যেকোন প্রকার সহযোগিতার প্রয়োজন হলে তাও আমারা করে থাকি।

সংগঠনটির পক্ষ থেকে আরো জনানো হয়েছে, আমরা ২০১৬ সালে ২১ জন শিশুকে নিয়ে যাত্রা শুরু করলেও ২০১৭ সালে তার সংখ্যা বেড়ে ৩৫ জন, ২০১৮ সালে ৫২জন, ২০১৯ সালে ৫৫ জন এবং বর্তমানে ৬৫জন শিশুদের প্রতি মাসেই এই শিক্ষা উকরণ প্রদান করছি।