দুর্গম জুরাছড়িতে তিন হাজার হাঁসের ফার্ম তিন তরুণের

352

॥ স্মৃতিবিন্দু চাকমা ॥
তিন বন্ধু মিলে প্রষ্ঠিতা করেছেন জুরাছড়ি রাইজিং এগ্রো ফার্ম। তাদের স্বপ্ন অনেকদুর, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কঠোর প্ররিশ্রম করে যাচ্ছেন তিন উদ্যোগতা। বর্তমানে তাদের ফার্মে প্রায় তিন হাজারের মত হাঁস রয়েছে। পাশাপাশি পেনকালচারের মাধ্যেমে মৎস্য চাষ ও করা হচ্ছে।

উদ্যোক্তা সোহেল চাকমা থেকে জানতে চাইলে তিনি প্রতিবেদকে জানান, বর্তমানে যারা শিক্ষিত বেকার যুবক রয়েছেন তারা যেন চাকুরীর পিছনে না ঘুরে আত্বনির্ভরশীল হয়ে দেশ এবং জাতির কল্যাণে এগিয়ে আসুক আমরা এই প্রত্যাশা করি।

তিনি আরো জানান,আমাদের একটা নিদিষ্ট টার্গেত রয়েছে ভবিষ্যতে আমাদের রাইজিং এগ্রো ফার্ম আমরা অনেক দুর এগিয়ে নিতে চাই, স্বপ্ন যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারি তাহলে এই ফার্মে ভবিষ্যতে অনেক জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কোন সহযোগিতা পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি জানান, হাঁসের বাচ্চার জন্য ভেকসিন চাওয়া হয়েছে তারা আমাদেরকে দিতে পারেনি, চট্রগ্রাম হাটাহাজারি থেকে আমাদের ভেকসিন নিয়ে আসতে হচ্ছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ বলেন, আমরা খামারীদের সহযোগিতার জন্য সবসময় প্রস্তুত রয়েছি। যে সময় রাইজিং এগ্রোফার্ম আমাদের কাছ থেকে ভেকসিন চেয়েছিল,তখনকার সময়ে আমাদের ভেকসিন ছিলনা। ভবিষ্যতে সেই সমস্যা আর থাকবেনা। আমাদের কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে যাহাতে রাইজিং এগ্রো ফার্মের কোন প্রকার ব্যাঘাট সৃষ্টি না হয়, সেজন্য সর্বময় যোগাযোগ রাখার জন্য। এছাড়াও যেহেতু রাইজিং এগ্রো ফার্ম ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেহেতু সরকারি সুযোগ সুবিধা তাদের জন্য অগ্রাধিকার পাবে এমনটাই তিনি জানান।