রাঙামাটিতে শিশু অধিকার সপ্তাহ ঘিরে ৭দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন

347

॥ ইকবাল হোসেন ॥
“শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে” প্রতিপাদ্য বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ইং উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় আয়োজিত ৭দিন ব্যাপি বর্ণাঢ্য কর্মসূচীর উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকলে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গার্লস গাইড এসোসিয়েশনের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমিশনার নিরুপা দেওয়ান, সাবেক জেলা পরিষদ সদস্য ও রাঙামাটি শিশু একাডেমি পরিচালনা কমিটির সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় রাঙামাটির উপ-পরিচালক হোসনে আরা বেগম, জেলা ক্রীড়া অফিসার স্বপন চাকমা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয়ের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা।