আল্লামা নঈমীর মৃত্যুতে গাউছিয়া কমিটির শোক

397

রাঙামাটির প্রবীণ আলেম, জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সিনিয়র মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ ও রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব আল্লামা আলহাজ্ব নজরুল ইসলাম নঈমী হুজুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে গাউছিয়া কমিটি বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখা। শুক্রবার (০৯ অক্টোবর) রাতে সংবাদ মাধ্যমে প্রেরিত গাউছিয়া কমিটি বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব মো. আবু সৈয়দ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেছে সংগঠনটি।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, রাঙামাটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব আল্লামা আলহাজ্ব নজরুল ইসলাম নঈমী হুজুরের মৃত্যুতে গাউছিয়া কমিটি বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখার পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লামা আলহাজ্ব নজরুল ইসলাম নঈমী হুজুরের মৃত্যুতে রাঙামাটির সর্বস্তরের মানুষ একজন অভিভাবককে হারালো এই ক্ষতি অপূরণীয়।

উল্লেখ্য, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। ॥ প্রেস বিজ্ঞপ্তি ॥