শেখ রাসেল জন্মবার্ষিকী ঘিরে শিশু একাডেমির প্রতিযোগিতা

350

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী ২০২০ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি, রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৮ অক্টোবর ২০২০ তারিখ সকাল ৯-০০ টা থেকে একাডেমি মিলনায়তনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে শিশু-কিশোরদের শেখ রাসেল বিষয়ক নির্ধারিত আবৃত্তি ও প্রতিকৃতি অংকন প্রতিযোগিতা, শেখ রাসেল আমাদের ভালোবাসা শীর্ষক অনুষ্ঠানে শিশুদের অনুভূতি ও আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতিযোগিতার নিয়মাবলী নিম্নরূপঃ
(১) শেখ রাসেল এর প্রতিকৃতি অংকন প্রতিযোগিতাঃ ১৮/১০/২০২০,রবিবার সকাল ৯-০০টা ‘ক’ বিভাগঃ নার্সারী হতে ৩য় শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ। ‘খ’ বিভাগঃ ৪র্থ শ্রেণি হতে ৬ষ্ঠ শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ। ‘গ’ বিভাগঃ ৭ম শ্রেণি হতে ১০ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রবৃন্দ সকল বিভাগের জন্য বিষয় একইঃ বিষয়ঃ রাসেলের প্রতিকৃতি।

(২) শেখ রাসেল বিষয়ক কবিতা আবৃত্তি প্রতিযোগিতাঃ ১৮/১০/২০২০, রবিবার সকাল ৯-৩০টা ‘ক’ বিভাগঃ নার্সারী হতে ৩য় শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃ শেখ রাসেলের ছড়া, কবি-আমীরুল ইসলাম। ‘খ’ বিভাগঃ ৪র্থ শ্রেণি হতে ৬ষ্ঠ শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃ ইতিহাসের অমর শিশু, কবি -হামিদ মোঃ জসিম। ‘গ’ বিভাগঃ ৭ম শ্রেণি হতে ১০ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রবৃন্দ, বিষয়ঃ রাসেল তুমি,কবি-আ.ফ.ম.মোদাচ্ছের আলী।

চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ একাডেমি থেকে সরবরাহ করা হবে এবং অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগীদের সংগে আনতে হবে। নির্ধারিত আবৃত্তি সমূহ এতদসংযুক্ত। বিজয়ী শিশুদের প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান করা হবে।

উল্লেখ্যঃ আবৃত্তি প্রতিযোগিতার কবিতা শিশু একাডেমির নোটিশ বোর্ডে অথবা শিশু একাডেমি অফিসিয়াল ফেসবুক আইডিতে পাওয়া যাবে। সংবাদ বিজ্ঞপ্তি