॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১জনকে কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১১টায় রিজার্ভ বাজার গীতাশ্রম এর সামনে থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রনণঅধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফের নির্দেশনায় উপপরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক অভিযুক্তের নাম, রিজার্ভ বাজার মহসিন কলোনীর মৃত চুন্নু মিয়ার ছেলে মোঃ জসিম(৩৪)।আটককৃত কে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ বলেন,যারা মাদক ব্যবসা করে এবং মাদক সেবন করে দুজনেই সমান অপরাধী।এদের কাউকেই রেহায় দেওয়া হবেনা।
রাঙামাটির সকলের সহযোগিতায় এই শহরকে আমরা মাদক মুক্ত করতে চাই। এতে আইনশৃঙ্খলাবাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও সর্বস্তরের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আমার ইউনিট বসে নেই। প্রতিদিনই মাদক বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।