॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ঘাগড়া কাপ্তাই সড়কের সিএনজি স্টেশন হতে শনিবার রাত ১১টার দিকে ১৩০ লিটার চোলাই মদসহ সিএনজি আটক করেছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কাউখালী থানা সুত্রে জানা গেছে, উপজেলার ঘাগড়া বাজার কাপ্ত্ইা সড়কের সিএনজি স্টেশন হতে একটি সংঘবদ্ধ চক্র সিএনজি অটোরিক্সা করে ছোল্ইা মদ পাঁচারকালে কাউখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ(ওছি) মোঃ শহিদ উল্লা পিপিএমের নেতৃত্বে এসআই মোঃ জাবেদ, এএসআই মোঃ মামুন ও সংগীং পুলিশ ফোর্স নিয়ে একটি সিএনজি অটোরিক্সা হতে ১৩০ লিটার ছোলাই মদ আটক করেন।
এসময় ছোলাই মদ পাচাঁরকারী সংঘবদ্ধ চক্র পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানান। এ ব্যাপারে কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। মামলা নং ১১,তারিখ ২৫.১০.২০২০খ্রিঃ। আইও এসআই মোঃ ফিরোজ বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওছি) মোঃ শহিদ উল্লা পিপিএম নিশ্চিত করেন।