॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥
অদ্য ২৬/১০/২০২০ ইং তারিখ রোজ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় তুগুন রেস্তোরায় রাঙামাটি জেলাধীন সরকারিকৃত ৭টি কলেজ অধ্যক্ষ নিয়ে সরকারিকৃত কলেজ শিক্ষক সমিটি গঠনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সম্মানিত কনভেনার ও নিজামপুর সরকারি কলেজেরে অধ্যক্ষ মো. রফিক উদ্দীন। সভাপতিত্ব করেন নানিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা। আলোচনা শুরুতেই রাঙামাটি জেলাধীন সরকারিকৃত ৭টি কলেজের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ ও হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষে সরকারিকৃত কলেজের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানে দৃঢ় অঙ্গীকার ও প্রত্যয় ব্যক্ত করা হয়।
আলোচনা এক পর্যায়ে অধ্যক্ষ, কাচালং সরকারি ডিগ্রি কলেজ দেব প্রসাদ দেওয়ানকে সভাপতি, অধ্যক্ষ নানিয়ারচর সরকারি কলেজ সন্তোষ বিকাশ খীসাকে সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ লংগদু সরকারি কলেজ মোহাম্মদ শহীদুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় শেষে সভাপতি উপস্থিত সকল সম্মানিত অধ্যক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বিশেষ করে প্রধান অতিথিকে আন্তরিক মোবারক বাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।