রাঙামাটি শিশু একাডেমিতে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

366

॥ গোলাম মোস্তফা ॥
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ২০২০খ্রিঃ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয়ের আয়োজনে হামদ/নাত ও ক্বেরাত প্রতিযোগিতা, মিলাদুন্নবী (সাঃ) সম্পর্কে আলোচনা, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে স্বাস্থ্য বিধি মেনে শিশু একাডেমি মিলনায়তনে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার বোরহান উদ্দীন মিঠু। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পরিনয় চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন ইসলাম, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমেদ, চিত্রশিল্পী মো. ইব্রাহীম। উপস্থাপনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ’র পরিচালক মো. ইকবাল হোসেন।

প্রতিযোগিতা সমূহে বিচারকের দায়িত্ব পালন করেন বালুখালী কৃষিফার্ম জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হক ইয়েমিনি ও রাঙামাটি শিশু নিকেতনের শিক্ষক মাওলানা মুহাম্মদ জোনাঈদ-আল-হাসান।

মিলাদুন্নবী (সাঃ) সম্পর্কে আলোচনা এবং মিলাদ ও দোয়া মাহফিল’র পর প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।