॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ‘মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কাপ্তাইয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষ্যে শনিবার (৩১ই অক্টোবর) সকালে উপজেলা সদর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন কমপ্লেক্স ঘুরে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক। এ সময় বিশেষ অতিথি ছিলেন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী প্রমূখ।
ঝুলন দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাপ্তাই ট্রাফিক বিভাগের টি.আই জয়দেব নাথ, টি.আই বিপুল পাল, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউল হক চৌধুরী, কাপ্তাই এস.এম.সির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, ইউপি সদস্য মাহাবুব আলম সহ আরও অনেকে।