॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
প্রতি বছরের ন্যায় এবছর ও সুবলং শাখা বনবিহারে ২৮তম দানোত্তম মহান কঠিন চীবর দান উৎসব (৭ নভেম্বর) শনিবার সম্পন্ন হয়েছে। এ সময় ভক্তরা স্বাস্থ্য বিধি মেনে মহান দানযজ্ঞ উৎসবে যোগদান করে। এতে প্রায় ১০ হাজারের মত নারী পুরুষ যোগদান করে বরে জানিয়েছে আয়োজকরা। বৌদ্ধ ধর্মালম্ভীদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। এ উৎসব টি ইচ্ছা করলেও করা যায়না, প্রতিবছরে একবার করা যায়। বৌদ্ধ ধর্মীয় গুরুরা তিনমাস বর্ষাবাস অধিষ্ঠান শেষে পর্যায় ক্রমে প্রত্যেক বৌদ্ধ ধর্মীয় উপাসনালয়ে কঠিন চীরব দান অনুষ্ঠান করা হয়।
কঠিন চীবরদান উৎসবে যোগদান করে জুরাছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল তানভীর হোসেন পিএসসি বলেন, বর্তমানে এখানকার জনগণ যেভাবে আইন শৃঙ্খলা কাজে সাহায্য করেছেন,আগামীতেও সেভাবে সহযোগীতা করার জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ করেন। এতে বিহার পরিচালনা কমিটির সভাপতি ধলকুমার চাকমা’র হাতে নগদ ১০ হাজার টাকা অনুদান হিসেবে তুলেদেন।
এছাড়াও উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা সহ প্রায় জনপ্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মহান কঠিনচীর দানউৎসবে বিশ^ শান্তি কল্যাণ কামনায় স্বধর্ম দেশনা প্রদান করেন বিমলান্দ মহাস্থবির,বুদ্ধশ্রী মহাস্থবির প্রমূখ। উল্লেখ্য একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদ্যম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্য রক্তগ্রুপ পরীক্ষা সহ পূনার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।