ডেবাছড়ি পূর্বারাম বৌদ্ধ বিহারে ১১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

393

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
প্রতিহিংসা পরিহার করে উন্নয়নের স্বার্থে সকলকে ধর্মীয় মূল্যবোধ ধারণ করে একতাবদ্ধ থাকার আহব্বান করেছেন জেলাপরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। তিনি বুধবার ডেবাছড়ি পূর্বারাম বৌদ্ধ বিহারে ১১তম মহান দানোত্তম কঠিন চীরব দান অনুষ্ঠানে এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, অতীতে কি হয়েছিল আমাদের দেখলে হবেনা, বর্তমানে আমরা জনগণের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কিভাবে জুরাছড়ি উপজেলাকে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে পারবো সে লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে ভিক্ষু সংঘের প্রধান সংঘরাম বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাথেরো সভাপতিত্বে, পার্কি চাকমা কন্ঠস্বরে ধর্মীয় উদ্ধোধনী সংগীতের পরিবেশনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন অনিল বরণ চাকমা। এতে পঞ্চশীল প্রার্থনা করেন অনিল কান্তি চাকমা,স্বাগত বক্তব্য প্রদান করেন বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা।

এছাড়াও দানীয় সামগ্রী উৎসর্গ করেদেন ডেবাছড়ি পূর্বারাম বৌদ্ধ বিহারে অধ্যক্ষ শ্রীমৎ সুমঙ্গল থেরো। বুদ্ধমূর্তি দান,কল্পতুরু দান,কঠিন চীবর দান,সংঘদান,অষ্টপরিস্কার দান সম্পন্ন করা হয়। উল্লেখ্য যে পূন্যার্থীদের উদ্দেশ্য বুদ্ধের অহিংস মৈত্রীময় স্বধর্ম দেশনা প্রদান করেন বাঘছলা জ্ঞানদ্বয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বোধি প্রিয় মহাথেরো সহ প্রমূখ।