রাজস্থলীতে তারেক রহমানের জন্মদিন পালন

493

॥ স্টাফ রিপোর্টার ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজস্থলী উপজেলা ছাত্রদলের উদ্যোগে ২দিনব্যাপি কর্মসূচী পালিত হয়েছে।

গত ২০/১১/২০২০ইং তারিখ সকালে কেক কাটার মধ্যদিয়ে তারেক রহমানের ৫৬তম জন্মদিন পালন করে রাজস্থলী উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দরা, একই সাথে বিকেল ৪:০০ ঘটিকার সময় বাংগালহালিয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে বনজ ও ফলজ চারা রোপণ করেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের নেতা ও কর্মীরা।

শনিবার (২১ নভেম্বর) রাজস্থলী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির সভাপতিত্বে এক দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এসময় রাজস্থলী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলসহ সর্বস্থরের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃ আজিজুর রহমান রুবেল।