॥ ইকবাল হোসেন ॥
শীত মৌসুমে সারা বিশ্বে চলমান মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি নির্দেশনা মতে নানা ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে এরই পরিপ্রেক্ষিতে জুম্মার নামাজের পূর্বে রাঙামাটি জেলার প্রাণকেন্দ্র বনরূপা জামে মসজিদে আগত মুসল্লিদের শতভাগ মাস্ক নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (২০ নভেম্বর) জুম্মার নামাজের পূর্বে মসজিদের প্রবেশদ্বারে দাড়িয়ে মাস্ক বিহীন মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন রাঙাামটি জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আরিফুল ইসলাম, বৃহত্তর বনরূপা ব্যাবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব মো. আবু সৈয়দ, রাঙামাটি পৌরসভার পানেল মেয়র মো. জামাল উদ্দীন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আইয়ুব চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মো. বেলাল প্রমূখ।






























