চন্দ্রঘোনা মিশন হাসপাতালে ২ দিনের ওরিয়েন্টেশন কর্মশালা

370

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে ২দিন ব্যাপী বেসিক ওরিয়েন্টেশন প্রোগাম অব ডু নো হারম বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। কমিউনিটি হেলথ প্রোগামের উদ্যোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে শেষ হয় এ আয়োজন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়ং এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমাসহ কমিউনিটি হেলথ প্রোগ্রাম ও হিল ফ্লাওয়ারের কর্মকর্তা ও কর্মীগণ।