রাঙামাটি পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রার্থীদের আবেদন আহ্বান

387

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥
আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি প্রার্থীদের আবেদন আহ্বান করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে প্রেরিত রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জেলা বিএনপি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, অদ্য ০৩/১২/২০২০ইং সন্ধ্যা ০৬ ঘটিকায় আসন্ন পৌরসভা নির্বাচনের প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে। রাঙামাটি জেলা বিএনপির প্রার্থী বাছাই কমিটির এক সভা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহ আলম’র সভাপতিত্বে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় আসন্ন পৌর নির্বাচনে রাঙামাটি পৌরসভারি মেয়র পদে একজন প্রার্থী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীরা আগামী ০৬/১২/২০২০ইং সকাল ১০ ঘটিকা হইতে ১২ ঘটিকা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম দলীয় কার্যালয় হইতে সংগ্রহ করিতে পারিবেন।

আগ্রহী প্রার্থীগণ তাহাদের সংগ্রহকৃত দলীয় মনোনয়ন ফরম আগামী ০৭/১২/২০২০ইং সকাল ১০ ঘটিকা হইতে ১২ ঘটিকার মধ্যে দলীয় কার্যালয়ে জমা প্রদান করিবেন।