চুক্তির বর্ষপূর্তি ঘিরে নানিয়ারচরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

454

॥ নানিয়ারচর সংবাদদাতা ॥
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্বাবধানে ও নানিয়ারচর সেনা জোনের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হযেছে।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নানিয়ারচর জোন সংলগ্ন উপজেলা সদরের ছয়কুড়ি বিলে ফাঁকা গুলি ছুড়ে এই বিশেষ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান (পিএসসি)।

নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্ণেল এ কে এম সালাহ উদ্দিন আজাদ (পিএসসি) এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাঙামাটি সেনা জোন কমান্ডার লে. কর্ণেল রফিকুল ইসলাম (পিএসসি), জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার প্রমূখ।

নৌকা বাইচ প্রতিযোগিতায় নানিয়ারচর উপজেলা পরিষদ দল, নানিয়ারচর বাজার পরিচালনা কমিটি দল, নানিয়ারচর পুরান পাড়া দল, স্বপ্ন বুনন সংস্থা দল, পুরাতন বাজার মসজিদ এলাকা দল, বিহারপাড়া দল, বামফিলিন দল, নানিয়ারচর উপর বাজার দল, হাসপাতাল এলাকা দল, গুলশাছড়ি দল, বিসিসি ক্লাব দল, বগাছড়ি পূর্ণবাসন পাড়া দল, বুড়িঘাট পূর্ণবাসন পাড়া দল, ক্ষারিক্ষং পাড়া দল, ইসলামপুর দল, মনখোলাপাড়া দল ও সাপমারা দলসহ প্রায় ২২টি দলের শতাধিক যুবক অংশগ্রহণ করেন।

এসময় দর্শক মাতিয়ে পুরাতন বাজার এলাকা দল ১ম স্থান, নানিয়ারচর উপর বাজার দল ২য় স্থান ও নানিয়ারচর হাসপাতাল এলাকা দল ৩য় স্থান অর্জন করেন।

প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার ইফতেকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদার মন নিয়ে সকল সুযোগ সুবিধা দিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছেন, যাতে আমরা সকলেই শান্তির দ্বারপ্রান্তে উপনীত হতে পারি। এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্যঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন তরান্বিত সম্ভব হয়েছে। চুক্তির বেশিরভাগই বাস্তবায়ন হয়েছে। চুক্তির বাকি শর্তগুলো দ্রুত বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি শান্তিচুক্তির ২৩ বছর পরেও কিছু কুচক্রী মহল আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশী এবং সকলকে জাতির পিতার স্বপ্নকে বুকে লালন করতে হবে।  পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।