॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে ছদ্মবেশে অভিযান চালিয়ে বন মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সানু মং মারমাকে (৪৬) আটক করেছে পুলিশ। শনিবার (৫ ডিসেম্বর) বিকালে ওয়াগ্গার শীলছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে বেলকা পাড়ার স্থানীয় থুইচিং মং মারমার ছেলে।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন জানান, পুলিশ সদস্যদের নিয়ে ছদ্মবেশে বিশেষ কৌশলে শীলছড়ি এলাকা থেকে সানু মং মারমাকে (৪৬) আটক করি। সে বন মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। রবিবার (৬ ডিসেম্বর) তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।