বান্দরবানে দুটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য মন্ত্রী

379

॥ বান্দরবান প্রতিনিধি ॥
বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব এই সরকারের আমলেই রাস্তা ব্রিজ কালভাট মসজিদসহ সবক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় আজ পাহাড়ে শান্তি প্রতিষ্টিত হয়েছে এবং শিক্ষা ও উন্নয়ন সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, এমটাই মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শুত্রুবার সকালে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ৯০ লাখ টাকার ব্যয়ে দুটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে রেইছা এলাকায় এসব কথা বলেছেন। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক (পিডি) মো: আব্দুল আজিজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সহকারী নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবু খয় মারমা।

প্রকল্পগুলো হচ্ছে-পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ৫০লাখ টাকার ব্যয়ে রেইছা সমজিদের ২য় তলা নিমার্ণ এবং মেঘলা এলাকায় ৪০ লাখ টাকার ব্যয়ে টিটিসি জামে মসজিদ নিমার্ণ ।