যোগ ব্যায়াম প্রশিক্ষণ ও মাস্ক বিতরণ রাঙামাটি ইয়োগা এসোসিয়েশনের

527

॥ স্টাফ রিপোর্টার ॥
করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইয়োগা প্রশিক্ষণ ও মাস্ক বিতরণ করেছে রাঙামাটি জেলা ইয়োগা এসেসিয়েশন। অনুষ্ঠানে যোগ ব্যায়াম প্রদর্শনী ছাড়াও সংক্ষিপ্ত  আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (৫ ডিসেম্বর) রাঙামাটি শহরের ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা ইয়োগা এসেসিয়েশনের সভাপতি উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেসক্লাবের সেক্রেটারী ও দৈনিক রাঙামাটি সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা ডাঃ সুমাইয়া নাজনিন, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সঙ্গীত শিল্পী সুরেশ ত্রিপুরা, বিশেষ শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবক নুরুল আবসার ও প্রবীণ ব্যক্তিত্ব লোকনাথ দেববর্মন।  তরুণ উদ্যোক্তা বাদশা ফয়সলের প্রাণবন্ত উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ইয়োগা এসেসিয়েশন এর সাধারণ সম্পাদক আরফান আলী।

রাঙামাটি জেলা ইয়োগা এসেসিয়েশন এর উদ্যোগে ও ভারতীয় হাই কমিশনের অর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে বক্তাগণ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে যোগব্যয়াম একটি কার্যকরি পদ্ধতি হিসেবে কাজ করে। এ সময় যোগ ব্যয়াম কিভাবে শ্বাসনালী ও ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করে তা বাস্তব অনুশীলনের মাধ্যমে প্রদর্শন করেন জাতীয় ইয়োগা প্রতিযোগীতায় ব্রোঞ্জপদক প্রাপ্ত তরুন শরীর চর্চাবিদ সুমাইয়া ফারিয়া মম।

সভায় জানানো হয়, বিশ্বজুড়ে বর্তমানে মহামারি আকারে ছড়ানো দুরারোগ্য ব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে যোগব্যয়াম একটি কার্যকরি প্রতিষেধক হিসেবে কাজ করছে বলে বিশেষজ্ঞগণ মত প্রকাশ করেছে। ইয়োগা চর্চায় ঈর্ষাকাতরতা থাকবে না, মানসিক যন্ত্রণা দুর হবে।’ ‘যোগ ব্যায়াম মানুষের শরীর সুস্থ রাখতে বিশাল ভূমিকা রাখে। একটি জাতি সুস্থ না থাকলে দেশ কখনো সুষ্ঠুভাবে চলতে পারে না। তাই শিশুকাল থেকেই ছেলে মেয়েদের যোগ ব্যায়ামের প্রতি আকৃষ্ট করতে হবে। এতে সন্তানদের মাদক থেকেও দুরে রাখা সম্ভব হবে।

এ সময় ইয়োগা এসোশিয়েশনের পক্ষ থেকে করোনা প্রতিরোধে বিভিন্ন স্বাস্থ্যবিধি সম্বলিক লিফলেট বিতরণ ও ফেস্টুন প্রদর্শন করা হয়। পরে অতিথিরা আগত সকলের মাঝে মাস্ক বিতরণ করেন।