বিজয় দিবসে রাঙামাটির ৫টি শহীদ মিনার পরিস্কার করলো বিডি ক্লিন

518

॥ প্রেস বিজ্ঞপ্তি ॥
বিজয় দিবস’২০ উপলক্ষ্যে বিডি ক্লিন রাঙামাটি জেলার কেন্দ্রীয় শহীদ মিনার ও উপজেলার ৪টি  শহিদ মিনারে পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী শহিদ মিনার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন বিডি ক্লিন রাঙামাটি পরিবার।

এবিষয়ে বিডি ক্লিন পরিবারের সদস্যরা বলেন, দেশ প্রেম মুখে বলে বোঝানো নয়, দেশ প্রেম বুকে ধারণের বিষয়। আমরা এ দেশের নাগরিক। তাই এই দেশের প্রতি আমাদের সকলের কিছু দায়িত্ব রয়েছে। যার মধ্যে একটি বিবেচিত বিষয় হচ্ছে পরিচ্ছন্নতা। স্বপ্ন! সে তো সুন্দর। সুন্দর  কখনো ময়লা হতে পারেনা। এই দেশটি তখনই সুন্দর হবে যখন আমাদের সকলের চাওয়া একই থাকবে। সকলের

মানসিকতায় আসবে পরিবর্তন। “দেশকে ভালোবাসি” এই কথাটিকে বুকে ধারণ করে দেশের প্রতি দায়িত্বগুলো পালন করতে হবে, তবেই না আমরা এ দেশের সুনাগরিক হয়ে উঠবো। চলুন নিজে পরিচ্ছন্ন মানসিকতা গড়ি এবং অন্যের কাছে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেই। বিজয় দিবসের অঙ্গীকার হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার।

পরিস্কার-পরিচ্ছন্নতায় রাঙামাটি জেলার কেন্দ্রীয় শহীদ মিনার, কাউখালী উপজেলা শহীদ মিনার, কাপ্তাই উপজেল শহীদ মিনার, নানিয়ারচর উপজেলা শহীদ মিনার, লংগদু উপজেলা শহীদ মিনার।