॥ গোলাম মোস্তফা ॥
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ২য় বারের মতো সদস্য মনোনীত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাঙামাটি টেইলার্স মালিক সমিতির নেতৃবৃন্দ। সোমবার (২১ ডিসেম্বর) রাতে রিজার্ভ বাজারস্থ নতুন মসজিদ মার্কেটে মো. মুছা মাতব্বর-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে রাঙামাটি টেইলার্স মালিক সমিতির নেতৃবৃন্দরা।
এসময় রাঙামাটি টেইলার্স মালিক সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা হাজী মো. হাবিবুর রহমান, বাবু মধুসুদন দত্ত, সভাপতি মো. মহসীন, সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক আব্দুল জাব্বার, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, কোষাধক্ষ্য সুজিত বাবু, দপ্তর সম্পাদক মো. সেলিম।
এসময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মো. মুছা মাতব্বর রাঙামাটি টেইলার্স মালিক সমিতির নেতৃবৃন্দদের আশ্বস্ত করে বলেন আপনারা সমিতির অফিসের জন্য যদি জায়গার ব্যবস্থা করেন তাহলে আমি আগামী বাজেটে ভবন নির্মাণ করে দিব।