॥ ইকবাল হোসেন ॥
আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচন ঘিরে জেলা বিএনপির ১২নেতা দলীয় মনোনয়ন চাইলেও এদের মধ্যে হেভিওয়েট নেতাদের নিয়ে ইতিমধ্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গিয়েছে। দলীয় নেতাকর্মীদের মতামত যাচাই করার পর তাদের মুখে দলীয় মনোনয়ন প্রাপ্তির দিকে সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী (ভুট্ট), সদর থানা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম এর নাম শোনা যাচ্ছে।
সাইফুল ইসলাম চৌধুরী (ভুট্টো)
সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী (ভুট্টো) এর সাথে এবিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন- আমি দলকে সমৃদ্ধ করতে চাই, দলকে রাঙামাটি পৌরসভার মেয়র পদটি উপহার দিতে চাই। আমি দলের তৃণমূল কর্মী ও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে যে কাজ করেছি এবং যে পরিকল্পনা গুলো করেছি এই পরিকল্পনা গুলোকে বাস্তবায়ন করতে চাই। আমি মনে করি দল আমার গত পৌরসভা নির্বাচনে পুরো চট্টগ্রাম বিভাগের বিএনপির প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট প্রাপ্তি। বিগত দিনে বিএনপির রাজনীতিতে আমার ভূমিকার কারণে দল আমাকে মনোনয়ন দিবে বলে আমি আশাবাদী। দল এ ব্যাপারে ভূমিকা রাখবে আর দল যে সিদ্ধান্ত দিবে আমি তা মাথা পেতে নিব।
এ্যাড. মামুনুর রশিদ মামুনঃ
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সদর থানা বিএনপির সভাপতি যোগাযোগ করা হলে তিনি বলেন, রাঙামাটি পৌরসভা ও পৌরবাসীকে নিয়ে আমার স্বপ্ন আছে। সেই স্বপ্ন বাস্তবায়নসহ পৌর মেয়রের চেয়ার দলকে উপহার দেওয়ার জন্য দল থেকে মনোনয়ন চেয়েছি। আর দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচনের জন্য প্রস্তুত আছি। আর দল যাকেই মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করবো দলের বাহিরে যাব না।
সাইফুল ইসলাম শাকিলঃ
জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল বলেন, আমি তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করে আজ এ পর্যায়ে এসেছি। দল থেকে মনোনয়ন চেয়েছি দল যদি মনোনয়ন দেয় আমি নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত আছি। আর সুষ্ঠ-নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। আর দল যাকেই মনোনয়ন দিবে আমি তার সাথে কাজ করব। দলের বাহিরে যাব না।
আবু সাদাৎ মো. সায়েমঃ
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এবিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, আওয়ামী এই দুঃশাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার অসংখ্য মামলার আসামী। আল্লাহর অশেষ রহমতে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। রাঙামাটি পৌরসভার জনগণকে কিছু দেওয়ার উদ্দেশ্য আমি দল থেকে মনোনয়ন চেয়েছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি প্রস্তুত আছি। আর দল যাকেই মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করব। দলের বাহিরে যাব না।