চলে গেলেন আ’লীগের অভিভাবক নজির চাচা

408

॥ স্টাফ রিপোর্টার ॥
চলে গেলেন নজির চাচা (নজির মেম্বার)। রাঙামাটিবাসির কাছে তিনি এ নামেই পরিচিত ছিলেন। যাদের হাত ধরে রাঙামাটির জেলা আওয়ামী লীগের গোড়াপত্তন, সেই নক্ষত্রগুলির একটি তিনি। জীবনের দীর্ঘ সময় তিনি রাঙামাটি জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও আওয়ামী লীগের দুর্দিনে-সুদিনে সব সময় দলের হাল ধরে থাকা এক প্রচারহীন শক্ত নেতা ছিলেন তিনি।

রাঙামাটি পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর, রিজার্ভ বাজার জামে মসজিদের সহ-সভাপতি ও পাহাড়ের আওয়ামী পরিবারের অনিবার্য অভিবাবক হাজী নজির আহম্মদ (নজির মেম্বার)। সোমবার দুপুর ২.৪৫টায় তিনি বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। এর আগে পাঁচ বছর যাবত তিনি অসুস্থ ছিলেন।

মৃত্যুকালে ২ ছেলে ও দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজমের পিতা। সোমবার তার মৃত্যু সংবাদ রাঙামাটিতে ছড়িয়ে পড়লে শহরময় শোকের ছায়া নেমে আসে। তাকে এক নজর দেখতে বাসভবনে ছুটে আসেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করেছে জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর শোক জানিয়ে বলেন, আমরা একজন অভিভাবক হারালাম। তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের গভির সমবেদনা জানান। এদিকে পৃথকাভাবে শোক জানিয়েছে রিজার্ভ বাজার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহম্মদ কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ইমন এবং রাঙামাটি জেলা গাউছিয়া কমিটির সদস্য সচিব মোঃ আবু সৈয়দ।

মঙ্গলবার সকাল ১০টায় নামাজে জানাজা শেষে তাকে গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ায় দাফন করা হয়।