মুজিব বর্ষের বিজয়ের মাসে রাঙামাটির মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মানা প্রদান

374

॥ স্টাফ রিপোর্টার ॥
মুজিব শতবর্ষের বিজয়ের মাসে পার্বত্য রাঙামাটি জেলার বীর মুক্তিযোদ্ধাগণকে বিশেষ সম্মানা প্রদান করেছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

এসময় অন্যান্যের মধ্যে, রাঙামাটি ডিজিএফআই এর অধিনায়ক কর্ণেল ইমরান ইবনে এ রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী কামাল উদ্দিন, রহুল আমিনসহ রাঙামাটি জেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথির মাধ্যমে রাঙামাটির সর্বমোট ৫৮ জন বীর মুক্তিযোদ্ধার হাতে বিশেষ সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।