নানা আয়োজনে ‘বড়দিন’ পালন করলো কাপ্তাইয়ে ক্রিস্টিয়ান সম্প্রদায়

316

॥ নূর হোসেন মামুন ॥
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের উদ্যোগে নানা আয়োজনে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’। এই উপলক্ষে শুক্রবার (২৫ ডিসেম্বর) চন্দ্রঘোনা খ্রিস্টান মিশন হাসপাতাল সংলগ্ন চার্চে সমবেত প্রার্থনা, খ্রীস্ট সংগীত পরিবেশন এবং কেক কাটা হয়।

চার্চের পালক রেভারেন্ট সখরিয় বৈরাগীর পরিচালনায় শুভেচ্ছা দেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা। সমবেত প্রার্থনায় করোনা হতে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এইসময় খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

চন্দ্রঘোনা মিশন এলাকার খ্রিস্টান পল্লীতে এ বছর করোনার জন্য বড় কোন আনুষ্ঠানিকতা না থাকলেও প্রতিটি ঘরে পিঠা, পায়েস, কেক, মিষ্টিসহ নানা উপাদেয় খাবার পরিবেশন করা হয়। এতে উৎসবে নানা ধর্মীয় গোত্রের মানুষজনকে যোগ দিতে দেখা যায়।