দায়িত্ব বুঝে নিলেন রাঙামাটির নবাগত এসপি মীর মোদ্দাছ্ছের

408

॥ মাসুদ পারভেজ নির্জন ॥
শুক্রবার সকালে বিদায়ী পুলিশ সুপার আলমগীর কবির এর কাছ থেকে দায়িত্বভার গ্রহন করেছেন রাঙামাটি জেলার নবাগত পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছেদ হোসেন। এ সময় বিদায়ী ও নবাগত পুলিশ সুপার একে অপরকে মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানান।

পুলিশ সদস্যরা বিদায়ী পুলিশ সুপারকে ফুল দ্বারা সজ্জিত গাড়ি টেনে বিদায়ী সংবর্ধনা জানায় এবং নবাগত পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছাসহ নানা আয়োজনে বরন করে নেয়। দীর্ঘ তিন বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে অশ্রুশিক্ত নয়নে বিদায় নিলেন রাঙামাটি জেলার পুলিশ সুপার আলমগীর কবির(পিপিএম সেবা)।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ জুনায়েত কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ মাঈন উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (এএসএফ) রনজিত কুমার পালিত, সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আব্দুল আওয়াল চৌধুরী।

বিদায়ীকালে জেলা পুলিশের একটি চৌকস দল বিদায়ী পুলিশ সুপারকে  গার্ড অব প্রদান করে। উল্লেখ্য,অপরাধ দমনের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি রূপের রানী রাঙামাটির রূপ লাবন্য বৃদ্ধির লক্ষ্যে পলওয়েল পার্ক স্থাপন করে নতুন বৈচিত্র যোগ করেছেন বিদায়ী পুলিশ সুপার আলমগীর কবির।