॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে রাঙামাটি মেডিক্যাল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) মধ্যরাতে রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের সদস্য মোঃ সাজেদুল হক সাবিত এর উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম মহানগরীর দুই নাম্বার গেইট, আন্দরকিল্লা এবং লালদীঘি এলাকায় অর্ধ-শতাধিক গরিব ও অসহায়দের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় বিতরণ শেষে সাজেদুল হল সাবিত জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন; শিক্ষা, শান্তি ও প্রগতির বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এবং করোনা মহামারী শীতে নতুন আগ্রাসী রূপ নেয়ায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নির্দেশে রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেছি। আমরা প্রথম ধামে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে বিতরণ করেছি।
দ্বিতীয় ধাপে রাঙামাটিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। এসময় তিনি শীতার্ত মানুষের পাশে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। বিতরণকালে রাঙামাটি মেডিকেল কলেজ (রাঙামেক) ছাত্রলীগের ছাত্রেনতা/কর্মী মোঃ সাজিদ হোসাইনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।