সংরক্ষিত কাউন্সিলর পদে ফের প্রার্থী হলেন রোকসানা

567

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি পৌরসভার সংরক্ষিত মহিলা ওয়ার্ড-২ (৪,৫,৬) এর প্রার্থী হিসেবে আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র রোকসানা আক্তার। ১৭ জানুয়ারি তিনি তিন ওয়ার্ডের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তিনি রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

রাঙামাটি পৌরসভার আসন্ন নির্বাচনের প্রার্থী হিসেবে রোকসানা আক্তারের মনোনয়ন পত্র মঙ্গলবার বাছাই পর্বেও সঠিক প্রমাণীত হওয়ার পর তার প্রার্থীতা নিশ্চিত হওয়ায় তিনি কর্মী সমর্থকদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। মঙ্গলবারেই তিনি স্থানীয় মুরুব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে দেখা করে দোওয়া কামনা করেন। প্রতীক পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন বলে জানিয়েছে তার ঘনিষ্টজনেরা।

প্রার্থীতা টিকে যাওয়ার পর তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের অনুরোধেই আমি আবারও ভোটযুদ্ধে অবতীর্ণ হলাম, এখন আপনাদের দোয়া, ভালোবাসা, সহযোগীতা এবং ভোট চাই। তিনি বলেন, আপনারা ২০১১ সালের নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়ী করে পৌর পরিষদে পাঠিয়েছিলেন। পাঁচবছর নিরলসভাবে সেবা করে আমি ২০১৫ সালে বিদায় নেই। নানা কারণে সেবার আমি আর নির্বাচন করিনি। আমি নির্বাচন না করায় আমার শুভাকাঙ্খীরা হতাশ হয়েছিলেন, তাদের অনুরোধে আবারও প্রার্থী হলাম। আমি একজন সেবক হিসেবে জনগণের সুখে দুঃখে পাশে থাকতে চাই।

তিনি আরো বলেন, করোনা পরিস্থিতির বিপর্যয়কর সময়ে আমি আমার সীমিত সামর্থ নিয়ে ব্যক্তিগতভাবে এলাকায় কাজ করেছি, সাধ্যমতো প্রয়োজনীয় সেবা দেওয়ার চেষ্টা করেছি। সে সময় আমার কাছে কোনো চেয়ার ছিল না, আপনারা নির্বাচিত করলে আমি আরো আন্তরিকতার সাথে কাজ করতে পারবো। আপনাদের আস্থার প্রতিদান দিয়ে অতীতের মত সুখে, দুঃখে আপনাদের পাশে থাকবো।

ঘোষিত তফসিল অনুযায়ী রাঙামাটি পৌরসভায় মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ সময় ২৬ জানুয়ারী। ভোট গ্রহণ হবে আগামী ১৪ই ফেব্রুয়ারী।