মেয়র প্রার্থী আকবরের সাথে পৌর আ’লীগের মতবিনিময় সভা

487

॥ ইকবাল হোসেন ॥

আসন্ন ১৪ ই ফেব্রুয়ারি রাঙামাটি পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরীর সমর্থনে পৌর আওয়ামী লীগের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী সোলাইমান চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিং কিউ রোয়াজা।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুল আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙাামটি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুরর রহমান, সহ-সভাপতি ও বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি এবং গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা ইউনিটের সদস্য সচিব মো. আবু সৈয়দ, আওয়ামীলীগ নেতা ও রাঙামাটি চেম্বার অব কমার্সের সহ-সভাপতি উচাং মং সহ জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।