মৈত্রী বিহারে জামাল উদ্দীনের মতবিনিময়

441

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিরর প্রার্থী বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন কাঁঠালতলী মৈত্রী বিহারে গণ্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার সকালে তিনি এ মতবিনিময় করেন।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা আমাকে যদি আবার সেবা করার সুযোগ দেন তবে আমি যেভাবে গত ৫ বছর সুখে-দুঃখে সকলের পাশে থেকে সেবা করেছি সেভাবে পাশে থেকে সেবা করে যাব। এলাকার অবকাঠামো উন্নয়নের যেসব কাজ বাকি আছে তা সম্পন্ন করবো। পৌরসভার উন্নয়নের মাধ্যমে ৭নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। তাই আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।