দুঃস্থ পরিবারে লংগদু জোনের ডেউটিন ও শীতবস্ত্র বিতরণ

398

॥ ওমর ফারুক মুছা ॥

পার্বত্য চট্টগ্রামে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এ কাজের অংশ হিসেবে ২১বীর লংগদু জোনের আওতাধীন দূরছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে খেদারমারা ইউনিয়নের দুস্থ ও দরিদ্র দুইটি পাহাড়ি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ৬ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার(২৯জানুয়ারি), খেদারমারা ও দূরছড়ি এলাকার গন্যমান্যদের নিয়ে এক মতবিনিময় সভা দূরছড়ি আর্মী ক্যাম্পের কমান্ডার ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিধি ছিলেন ২১ বীর লংগদু জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মিরাজ হায়দার চৌধুরী, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেদারমারা ইউনিয়নের চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা। এসময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে খেদারমার ইউনিয়নের দুটি অসচ্ছল পরিবার আনন্দি চাকমা, স্বামীঃ মৃতঃ রোমান্ত চাকমা ও সুশীল কারবারী, পিতাঃ মৃত দেবেন্দ্র চাকমাকে প্রতি পরিবারকে ৩বান করে ছয় বান ডেউটিন প্রদান করেন।

এছাড়াও একই দিনে লংগদু জোনের আওতাধীন পাবলাখালী ও কালাপাকুজ্জা গুচ্ছশিবির ও ভারতমণি এলাকার গরীব শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় জোন কমান্ডার বলেন, জনকল্যাণমূলক কাজে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এই কাজের ধারা জোনের পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।