বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে প্রচারণা করছেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মামুন

393

॥ গোলাম মোস্তফা ॥

রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. তৌহিদুল আলম (মামুন) তার নির্বাচনী প্রতীক পাঞ্জাবির প্রচারণায় বিপুল সংখ্যক নারী-পুরুষ ভক্ত সমর্থকদের নিয়ে উৎসব মুখর পরিবেশে প্রচার প্রচারণা করেছেন।

রোববার (৩১ জানুয়ারি) সকালে ৫নং ওয়ার্ডের স্বর্ণটিলা হিন্দু পাড়া, মুসলিম পাড়া ও আসামবস্তি শান্তিনগর এরাকায় এই নির্বাচনী প্রচারণা করেন। এসময় পাঞ্জাবী মার্কার জয়জয়কার করে তার সমর্থকরা স্লোগান ধরে।

এসময় মামুন বলেন, আমি অতীতেও জনগণের পাশে ছিলাম, এখনও আছি, নির্বাচিত হলেও থাকব না হলেও থাকব। এটাই আমার প্রতিশ্রুতি।