৭নং ওয়ার্ডে জামাল উদ্দীনের প্রচার প্রচারণা অব্যাহত

657

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামটি পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন তার নির্বাচনী প্রতীক ‘গাজর’ এর তুমুলভাবে প্রচার প্রচারণা করছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপি উত্তর ফরেস্ট কলোনী, দক্ষিণ ফরেস্ট কলোনী, আল-আমিন মাদ্রাসার নীচের এলাকা, আলিফ মার্কেট, কাটা পাহাড় লেইন, মাছ বাজার, ওয়ান ব্যাংক মার্কেট, বিএম ওয়ান, বিএম টু, আইসিআর শপিং প্লাজা ও বনরূপার আশপাশের এলাকায় শতশত কর্মী-শমর্থকদের নিয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন।