এমপি ও জেলা পরিষদকে সংবর্ধনা দিতে নানিয়ারচরে প্রস্তুতি সভা//

373

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পূর্ণাঙ্গ কমিটিকে দলীয় সংবর্ধনা দিতে নানিয়ারচর আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নানিয়ারচর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এলিপন চাকমার উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ১০ ফেব্রুয়ারি নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে রাঙামাটি ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু মারমা এবং জেলা পরিষদের সকল সদস্যদের দলীয় সংবর্ধনা প্রদান করা হবে।
অনুষ্ঠানে দীপংকর তালুকদার (এমপি) প্রধান অতিথি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বিশেষ অতিথিসহ নবনির্বাচিত সকল সদস্যগণ উপস্থিত থাকবেন বলে জানায় সূত্রটি।