॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলার পর্যটন শিল্প বিকাশে এবং পর্যটকদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে রাঙামাটি-বান্দরান-কক্সবাজার সরাসরি বাস সার্ভিস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ মিলনায়তনে রা১ামাটি চেম্বার ও যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এই সিদ্ধান্ত নেন।
রাঙামাটি যাত্রী কল্যাণ সমিতির আহবায়ক আনোয়ার মিয়া বানুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ মিলনায়তনের সভাপতি আব্দুল ওয়াদুদ। এ সময় রাঙ্গামাটি যাত্রী কল্যাণ সমিতির সদস্য সচিব জাহাঙ্গীর আলম মুন্না, চেম্বার পরিচালক মোঃ নিজাম উদ্দীন রাঙামাটি মালিক গ্রুপের মঈন উদ্দিন সেলিম, সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা, নন্দন দেবনাথ, আলমগীর মানিকসহ অন্যান্য সাংবাদিকগণ এসময়রা উপস্থিত ছিলেন।
চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ সভায় জানানো হয় সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী কিছুদিনের মধ্যে রাঙ্গামাটি হতে কক্সবাজার পর্যন্ত ৪ টি বিলাস বহুল এসি/নন এসি বাস সার্ভিস চালু করা হবে। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের এসি বাস সহ মেয়াদ উত্তীর্ণ গাড়ী চলাচল বন্ধ করতে সর্বস্তরের জনগনকে নিয়ে পাহাড়িকা বাস সার্ভিস বয়কট করার সহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়।