সেনা মোতায়েনের দাবি জানিয়ে বান্দরবান পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

451

॥ বান্দরবান প্রতিনিধি ॥
আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে বান্দরবান পৌরসভায় প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন কার্যক্রম অনুষ্ঠিত হবে। এদিকে পৌরসভা নির্বাচনকে নিয়ে ৯টি ওয়ার্ডের ১৩টি ভোট কেন্দ্রে সেনাবাহিনীর উপস্থিতি নিশ্চিত করা, প্রতি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো, প্রতিকেন্দ্রে ১জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে বান্দরবান পৌরসভার নির্বাচনে বিএনপি’র মেয়র পদ প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি’র মেয়র পদ প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা এই দাবি জানান । এসময় তিনি সুষ্ঠ নির্বাচনের লক্ষে ১২-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বান্দরবানে বহিরাগতদের প্রবেশ বন্ধ রাখা ও আবাসিক হোটেল -মোটেল এবং পর্যটন কেন্দ্র বন্ধ রাখার দাবি জানান । সংবাদ সম্মেলনে এসময় বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং , সহ-সভাপতি লুসাইমং মার্মা, আবদুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক কাজী মহতুল হোসেন যতœ, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন তুষার,বিএনপি নেতা রিটল বিশ্বাস, পৌর বিএনপির আহবায়ক নুরুল ইসলাম, জেলা মহিলা দলের আহবায়ক কাজী নিরুতাজ বেগম, সদর উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার জামাল, যুগ্ন আহবায়ক চনুমং মার্মাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,এবারের বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৯ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭জন প্রার্থী নিচ্ছেন আর আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে প্রথমবারের মত ইবিএমে ভোটগ্রহণ কার্যক্রম।