সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হোন্ডারোহীর

415

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি সদরে চান্দের গাড়ি (জীপ) মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে উসিমং মারমা (৪০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তিনি রাঙামাটি জুম ফাউন্ডেশনের (বেসরকারি এনজিও) একজন কর্মী এবং কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বারবুনিয়াস্থ তালুকদার পাড়ার পিতাউ মারমার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে মোটরসাইকেল আরোহী উসিমং নিজ বাড়ি কাপ্তাই উপজেলায় থেকে তার কর্মস্থলে আসার সময় জেলা সদরের সাপছড়ি ইউনিয়নের দেপ্পাছড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা চান্দের গাড়ি সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনি মারা যান। ঘটনাস্থল থেকে জীব এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ি দু’টি জব্দ করা হয়েছে এবং মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কেউ এখনো কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করা হলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।