রাঙামাটি পৌরসভা নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

389

॥ গোলাম মোস্তফা ॥
রাঙামাটি পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণদের সাথে আইনশৃঙ্খলা ও আচারণ বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুর রহমান এর সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রসাশক একেএম মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোদ্দাছ্ছের হোসেন, সহকারী রিটার্নিং কর্মকতা জাহিদুল ইসলাম প্রমূখ।

সভায় কাউন্সিলর প্রার্থীরা ইভিএম এর মাধ্যমে ভোট প্রয়োগ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ভোটের দিন ভোটাররা যেন বিনা বাধায় ভোট প্রয়োগ করতে পারে সেই জন্য ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখারদাবি জানানো হয়। তবে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মামুনুর রশীদ মামুন ভোটের দিন সেনাবাহিনী এবং প্রতিটি কেন্দ্রে ১জন করে ম্যাজিস্ট্রেট মোতায়নের দাবি করেন।

রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুর রহমান বলেন, মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নির্বাচনী প্রচারণা শুরুর দিন থেকে মাঠে কাজ করছেন। কোন অভিযোগ থাকলে লিখিত ভাবে তাদের জানালে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে আগামী ১২ ফেব্রুয়ারি প্রতি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে কিভাবে ভোট দিতে হয় সেই বিষয়ে দিনব্যাপী মগ ভোটিং এর আয়োজন থাকবে।

রাঙামাটির জেলা প্রসাশক একেএম মামুনুর রশীদ ও পুলিশ সুপার মোদ্দাছ্ছের হোসেন বলেন, কেউ কেউ কেন্দ্র দখলের কথা বলেছেন, ইভিএম এ জাল ভোট দেয়ার কোন সুযোগ নেই। পৌরসভার প্রতিটি অলি গলি আমাদের নখদর্পণে। এখানে আইনশৃঙ্খলা বিঘিœত ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হাতে মন করার ঘোষণা দেন।