রাঙামাটিতে টু-স্টোক শ্রমিককে মেরে হাসপাতালে

419

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে মালামাল পরিবহনকারী টু-স্টোক (বেবী টেক্সী) ও মোটর সাইকেলের মৃদু সংঘর্ষের ঘটনায় চালককে পিটিয়ে হাসপাতালে পাটিয়েছে মোটর সাইকেল চালকসহ তার বন্ধুরা। শনিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। ঘটনার পর আহত টু-স্টোক শ্রমিক রাঙামাটি জেনারেল হাসপাতাল হতে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে এবং সে প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চেয়ে আবেদন করেছে বলে জানা গিয়েছে।

এবিষয়ে আহত টু-স্টোক চালক মো. আবু সাঈদ বলেন, আমি মালামাল নিয়ে মাঝেরবস্তি যাচ্ছিলাম। রাস্তায় ভির থাকায় দূর্ঘটনা বশতঃ আমার টেক্সী ও এক মোটর সাইকেল আরোহীর সাথে ধাক্কা লাগে। এসময় আমার গাড়ীতে থাকা চেয়ার ভেঙ্গে গিয়েছে বলায়। বিএনপির মেয়র প্রার্থী এ্যাড. মামুনুর রশিদ মামুনের ছোটভাই মো. শিপন উসকানি দিয়ে আমাকে মারধর করে।

অপরদিকে স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ১১টায় টু-স্টোক শ্রমিক মো. আবু সাঈদ মালামাল নিয়ে মাঝেরবস্তি যাচ্ছিলেন। এলাকার ঢোকার পথে মোটর সাইকেলের সাথে তার টু-স্টোকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর মোটর সাইকেল আরোহী ও তার বন্ধুরা মিলে চালককে মারধর করে। পরে স্থানীয়রা চালককে হাসপাতালে প্রেরণ করে।