স্বতন্ত্র মেয়র প্রার্থী অমরের নির্বাচনী প্রচারণা অব্যাহত

482

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভা নির্বাচনে সতন্ত্র মেয়র প্রার্থী অমর কুমার দে তার নির্বাচনী প্রতীক “মোবাইল ফোন” প্রতীকের সমর্থনে তুমুল প্রচারণা চালাচ্ছেন। রোববার দিনব্যাপি এই মেয়র প্রার্থী মাঝেরবস্তি, টেক্সটাইল মার্কেট, কাশেম বাজার, ট্রাইবেল অফিসার্স কলোনি, সিদ্ধি ভবন, কালী বাড়ি এলাকা ও তবলছড়ি বাজারে প্রায় অর্ধশত কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা চালিয়েছেন।

এসময় তিনি বলেন- আমি বাড়ি বাড়ি ভোট চেয়ে যা বুঝতেছি মানুষ পরিবর্তন চায়। মানে সিন্ডিকেটমুক্ত পৌরসভা চাচ্ছে। আমি আগেও বলেছি এখনও বলছি পৌরসভা টা সিন্ডিকেটে পরিণত হয়েছে। আমি নির্বাচিত হলে প্রথমেই পৌরসভাকে সিন্ডিকেটমুক্ত করবো। জনগণের পৌরসভা হবে রাঙামাটি পৌরসভা কোন দলের না কোন ব্যক্তিরও না।