বান্দরবান সেনা রিজিয়নে কোভিড বিরোধি টিকা কার্যক্রমের উদ্বোধন

404

॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধক টিকা প্রদানের সূচনা হয়েছে। (০৭ ফেব্রুয়ারী) রোববার দুপুরে বান্দরবান সেনানিবাসের ২৬ বীর এর প্রশিক্ষণ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে কোভিড-১৯এর টিকা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা, বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথম টিকা গ্রহণ করেন ক্যাপ্টেন শাকিল, এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্রিগেড কমান্ডার ও জেলা প্রশাসক। এছাড়া বান্দরবানে প্রথম করোনার ভ্যাকসিন নিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা সকালে বান্দরবান সদর হাসপাতালে তিনি এই করোনার ভ্যাকসিন গ্রহণের মধ্য দিয়ে বান্দরবানে করোনার ভ্যাকসিন দেয়া কার্যক্রম শুরু হয়। প্রথম টিকা গ্রহণ করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ।