বর্তমান সরকারের আমলে পাহাড়ে প্রতিটি সেক্টরের উন্নয়ন হয়েছেঃ লংগদু সফরকালে এমপি দীপংকর তালুকদার

405

॥ সোহরাওয়ার্দি সাব্বির ॥
‘পার্বত্য চট্টগ্রামে বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে, অতীতে কোন সরকারের আমলে তা হয়নি’ উল্লেখ করে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, একসময় পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় রাস্তা ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, বিদ্যুৎ ছিল না বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেরও উন্নয়ন ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে প্রতিটি সেক্টরেই উন্নয়ন হয়েছে এবং তা চলমান রয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।

লংগদু উপজেলার গুলশাখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ উদ্বোধন ঘিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার উপরোক্ত কথা বলেন। রোববার (০৭ ফেব্রুয়ারি) লংগদু উপজেলা সফরে গিয়ে অসহায় ও দরীদ্রদের মাঝে অর্থ সহায়তা বিতরণ ছাড়াও তিনি দিনব্যপী উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন কাজ উদ্বোধন করেন।

সফরকালে বিভিন্ন অনুষ্ঠানে এমপির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুর রহিম, জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা, জেলা পরিষদ সদস্য এলিপন চাকমা, লংগদু উপজেলার নির্বাহী কর্মকর্তা মাইনুল আবেদীনসহ লংগদু উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় এমপি উপজেলার গুলশাখালীতে ‘দীপংকর তালুকদার গার্লস স্কুল এন্ড কলেজ’ ও শান্তিনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন, ধর্মীয় বিহারের ভিত্তি প্রস্তর স্থাপনসহ অসহায় মানুষের মাঝে নিজস্ব ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।