বান্দরবানে বেকার নারীদের নিয়ে ৫দিনব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ

699

॥ স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য বান্দরবান জেলায় শিক্ষিত বেকার নারীদের নিয়ে বিনামূল্যে ৫ দিনব্যাপী হস্তশিল্প কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। বান্দরবানের লামায় আয়োজন করা এই হস্তশিল্প প্রশিক্ষণে ১৫ জন নারীকে বিনামূল্যে হাতের কাজের শেলাই, নকশা তৈরী আর সূচীকর্মের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এটি যৌথভাবে আয়োজন করেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েব।

সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্যদিকে খুলনার দৌলতপুরে আরেকটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি। ৫ দিনব্যাপী এ কর্মশালায় ১৫ জন নারীকে বিনামূল্যে ব্লক প্রিন্ট ও ডিজাইনের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। কর্মশালা দুটি চলবে ১১ই ফেব্রুয়ারী পর্যন্ত।